বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

পলাশে চায়না প্রতিষ্ঠানে ডাকাতি

নরসিংদীর পলাশে সিন ওয়ান ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামে একটি চায়না প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। সেসময় ডাকাতরা প্রজেক্টের ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ আটজন। সোমবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ওই চায়না প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। —নরসিংদী প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগ দাবি

দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার এএমএম শামসুর রহমানের পদত্যাগ ও সাবেক ভিসি মোহিতুল আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি বিজয় কুমার কর্মকার প্রমুখ। —ময়মনসিংহ প্রতিনিধি

ভেজাল সারের উপকরণ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত এলাকার এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ভেজাল সার তৈরির বিপুল উপকরণ জব্দ এবং ২৫০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

—নিজস্ব প্রতিবেদক, রংপুর

সর্বশেষ খবর