বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উত্তরা গণভবনের গাছ কাটা নিয়ে নিন্দার ঝড়

নাটোর প্রতিনিধি

উত্তরা গণভবনের গাছ কাটা নিয়ে নিন্দার ঝড়

উত্তরা গণভবনের আঙ্গিনার কেটে রাখা শতবর্ষী গাছ

মরা গাছের নামে উত্তরা গণভবনের শতবর্ষী জীবিত গাছ কেটে সাবাড় করার ঘটনায় নাটোরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সর্বত্র বইছে নিন্দার ঝড়। জেলার সব শ্রেণি-পেশার মানুষ গাছ কাটার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাজা গাছ কেটে নেওয়ার দৃশ্য গণভবনের নিরাপত্তায় স্থাপিত সিসি ক্যামেরায় ধরা পড়ার পর বিভিন্ন দফতরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ঘটনা তদন্তে মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঞাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম ভূঁইয়া ও এনডিসি অনিন্দ্য মণ্ডল। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযোগ আছে, এই রাজবাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগই গাছগুলো লোকদেখানো দরপত্রের মাধ্যমে কেটে নিয়েছে। এছাড়া এই দফতরের কর্মীরা গণভবনের ভিতরে আবাস গেড়ে বসেছেন। কেউ কেউ ভিতরে গরু-ছাগল পালছেন। এক কর্মচারী আবার রাজপ্রাসাদের ঐতিহাসিক খাট নিজের মতো করে ব্যবহার করছেন। উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব নাটোরের এনডিসি অনিন্দ্য মণ্ডল বলেন, ‘কমিটিকে না জানিয়েই গণপূর্ত বিভাগ গাছ কেটেছে। বিষয়টি জানার পরই তারা গাছ কাটা বন্ধ করতে চিঠি দিয়েছেন।’ নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ বলেন, ‘গাছ কাটার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনুমতি দিয়েছেন। বন বিভাগ ১৫ হাজার ১৯০ টাকা মূল্য নির্ধারণ করেছিল।’

সর্বশেষ খবর