বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অবৈধ সংযোগে মাসে ১০ কোটি টাকার গ্যাস চুরি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) তিনশ কিমি অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে মাসে ১০ কোটি টাকার গ্যাস। কুমিল্লার চান্দিনা, চৌদ্দগ্রাম, বুড়িচং, লাকসামসহ বিভিন্ন উপজেলায় রয়েছে এ সব অবৈধ সংযোগ। বাখরাবাদের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় এ সংযোগ দেওয়া হয় বলে জানা গেছে।

জানা যায়, বুড়িচংয়ে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রতিরোধের মুখে ফিরে আসে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। লাকসামে হাজারো সংযোগ থাকলেও সেখানে অভিযান চালানো হচ্ছে না। চৌদ্দগ্রামের সাতবাড়িয়া গ্রামের কামাল হোসেন বলেন, ‘বাখরাবাদের কর্মকর্তা ও ঠিকাদাররা ৩৫-৫০ হাজার টাকা করে দিয়ে এ সব অবৈধ সংযোগ দিয়েছেন। এখন লাইন কেটে ফেলা হচ্ছে। যারা টাকা নিয়েছে তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। কোম্পানির ডিজিএম (ভিজিলেন্স) প্রকৌশলী রবিউল হক জানান, কুমিল্লায় তিন শতাধিক কিলোমিটার অবৈধ গ্যাস লাইন রয়েছে, যার গ্রাহক ২০ হাজার। এতে সরকারের প্রতিমাসে ১০ কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে।

 

সর্বশেষ খবর