বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাঙ্গ হলো বাউল সাধুর মিলনমেলা

কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার মধ্যরাতে সমাপনী আলোচনা সভা ও সংগীতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে তিন দিনের লালন স্মরণোৎসব। সাধুগুরুদের বেশির ভাগই এরই মধ্যে আখড়া বাড়ি ছেড়ে গেছেন। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় এ উৎসব উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বাংলা ১২৯৭ সালের পয়লা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতি বছর ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি পালন করে আসছেন। তবে লালন একাডেমি প্রতিষ্ঠার পর এ আয়োজনে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার বাউল ভক্ত উৎসব শুরুর কয়েক দিন আগে থেকেই জড়ো হয়েছিলেন ছেঁউড়িয়ার লালন ধামে। নির্লোভ, নিরহংকার সহজ সরল এই মানুষগুলো আধুনিক সামাজিক লোকাচারের বাইরে থেকে ঈশ্বরকে পাওয়া আর আত্মশুদ্ধির সাধনা করেন বাউল তীর্থ ছেঁউড়িয়া এসে। ভাবগান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে।

সর্বশেষ খবর