বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজারে বালতির পানিতে পড়ে আঞ্জুম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার চৌধুরীপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয় খাগকান্দা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, শিশুর মা তাকে বালতি দিয়ে গোসল করান। গোসলের পর বালতির পানি না ফেলে তারা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে শিশুটি ঘুম ভাঙলে সে উঠে খেলতে গিয়ে বালতির ভিতর পড়ে যায়।

—আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৫৭ ধারায় মামলা

সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি কলেজের শিক্ষক মোদাচ্ছেরুল হক হুদার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও সংসদের বিরোধীদলীয় নেত্রী রওন এরশাদকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন গত শনিবার সদর থানায় অভিযোগ করেন। —সাতক্ষীরা প্রতিনিধি

বাঁধ নির্মাণ দাবিতে গণঅনশন

নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় দিনব্যাপী গণঅনশন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নড়িয়া কমপ্লেক্সের সামনে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ গণঅনশনে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় নদীভাঙনের ভয়াবহতা তুলে ধরে বক্তৃতা করা হয়। বক্তারা ভাঙন থেকে রক্ষা পেতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান।

—শরীয়তপুর প্রতিনিধি

শিক্ষার্থীদের সাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এস সি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার, আওয়ামী লীগ নেতা অরুনাংশু দত্ত টিটো ও মোশারুল ইসলাম।

—ঠাকুরগাঁও প্রতিনিধি

অটোচালকদের বিক্ষোভ

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে ফতুল্লায় প্রায় ১০ হাজার লোক নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। শ্রমিকদের পেটে লাথি মেরে অটোরিকশা বন্ধ করার অপচেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রমিক সংগঠনের নেতারা। মিছিল শেষে শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসক বরাবর     স্মারকলিপি দেন।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর