বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কার্যালয়ে সিআইডির অভিযান আতঙ্কে এনজিও কর্তার মৃত্যু!

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে একটি এনজিওর অফিসে সিআইডি পুলিশ তল্লাশি চালানোর সময় আতঙ্কে এক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, ওই কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অভিযানে এনজিওর চার কর্মকর্তাকে আটক করেছে সিআইডি। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনির নয়াবাড়ি এলাকায় মাদার অব ল্যান্ড এনজিওর অফিস। এনজিওর জুনিয়র কর্মকর্তা ফরিদা পারভীন জানান, গতকাল সন্ধ্যায় তাদের অফিসে তল্লাশি চালায় সিআইডির একটি দল। তারা ওয়ারেন্টভুক্ত আসামি দাবি করে প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসহাক আলী, মেহেদী হাসান, ইমন খান ও নজরুল ইসলামকে ধরে নিয়ে যায়। এ সময় আতঙ্কে এনজিওর জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৫৪) অসুস্থ হয়ে পড়েন। তাকে অন্য কর্মকর্তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন অভিযানের সময় সিআইডির সঙ্গে থাকা সাভার মডেল থানার এসআই আবিদ হাসান। জাহাঙ্গীর বাগেরহাটের বাসবা থানার আকছিনা গ্রামের আবদুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে। তিনি সাভারের মুগদ্ধা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

সর্বশেষ খবর