বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৬

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। তারা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরও করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে। এতে পুলিশের চার সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। আন্দোলনরত শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈরের বাড়ইপাড়ায় ‘হ্যাসং বিপি লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে তাদের তিন মাসের বকেয়া বেতনসহ ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ একাধিকবার তারিখ নির্ধারণ করে শ্রমিকদের পাওনা পরিশোধের ঘোষণা দিলেও পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সর্বশেষ বুধবার পাওনা পরিশোধের কথা ছিল। এ দিনও পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

সর্বশেষ খবর