শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে ইউপি উপ-নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, চলতি বছরের ২২ জুলাই সড়ক দুর্ঘটনায় নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম গ্রহ মারা যাওয়ায় পদটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে সাতজন উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেন। কিন্তু ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী যার কারণে আওয়ামী লীগ প্রার্থী হেরে যান সেই প্রার্থী মজনু সরকারকে সিলেকশন করে কেন্দ্রে পাঠানো হয়েছে। চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন রনি জানান, দলের ক্ষতি করার জন্যই উপজেলা আওয়ামী লীগ বিতর্কিত মজনু সরকারকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান, মজনু সরকার গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে হেরে গিয়ে বঙ্গবন্ধুর ছবি ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট করেছিল। কিন্তু নেতাদের টাকা দেওয়ায় তাকেই মনোনয়ন দেওয়া হচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সার্জেন্ট সাবেদ আলী জানান, যে ব্যক্তি মাত্র এক বছর আগে দলের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই ব্যক্তিকেই টাকার বিনিময়ে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হচ্ছে। টাকা নেওয়ার কথা অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল  হক জানান প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা করে দেওয়ায় তাকে মনোয়ন দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আরো দুজনের নামও কেন্দ্রে পাঠানো হয়েছে। যারা মনোনয়ন পাননি তারা এসব কথা ছড়াচ্ছেন। 

সর্বশেষ খবর