শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কালিয়াকৈরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল

কালিয়াকৈর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে একটি বেইলি ব্রিজ অন্যটি আরসিসি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে যান চলাচল করছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এলাকাবাসী জানান, গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর এলাকায় ঘাটাখালি নদীর উপর আরসিসি সেতুটি ৩০ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে পাশে আরেকটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এ ব্রিজটিও জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন কালিয়াকৈরের ৯০০ যানবাহন চলাচল করছে। এরপর রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের ভারী যানবাহনের চাপ।

গাজীপুর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী বলেন— দুটি ঝুঁকিপূর্ণ ব্রিজের ব্যাপারে মালিক সমিতির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকতাদের বার বার জানিয়েছি। কাজ হয়নি। এই সড়ক দিয়ে ১৯টি জেলার যানবাহন চলাচল করে। গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এডিএমকে নাহিন রেজা জানান, আগামী  মাসের মধ্যে নতুন ব্রিজ তৈরি করা হবে। পুরাতন ব্রিজ দুটিও সংস্কার করা হবে।

সর্বশেষ খবর