শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নাটোর-বাগাতিপাড়া সড়ক খানাখন্দে বেহাল

নাটোর প্রতিনিধি

নাটোর-বাগাতিপাড়া সড়ক খানাখন্দে বেহাল

নাটোর-বাগাতিপাড়া সড়ক —বাংলাদেশ প্রতিদিন

খানাখন্দে বেহাল হয়ে পড়েছে নাটোর-বাগাতিপাড়া সড়ক। বাগাতিপাড়া উপজেলা থেকে জেলা শহরে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিক-আপ, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক যান চলাচল করে।  সরজমিনে দেখা যায়, উপজেলার মালঞ্চি রেলগেট, সোনাপাতিল, বারইপাড়া, যোগীপাড়া, চকহরিরামপুর, তমালতলা, হাজীপাড়াসহ ২০-২৫ স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। এছাড়া তেবাড়ীয়া হাটের মধ্যে দুটি স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব স্থানে বৃষ্টির পানি জমে থাকায় প্রায়ই যানবাহন বিকল হচ্ছে। ঘটছে দুর্ঘটনা। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী রোগী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের পোহাতে হয় সিমাহীন দুর্ভোগ। ধীরগতিতে যান চলাচলের কারণে গন্তব্যস্থলে পৌঁছতে সময়ও লাগছে দ্বিগুণ। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের বাগাতিপাড়া সভাপতি আরিফুল ইসলাম তপু বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানান তিনি। বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী এএসএম শরিফ খাঁন বলেন, ‘মালঞ্চি থেকে তমালতলা হয়ে নাটোর রাস্তাটি বাগাতিপাড়ার মধ্যে ৯ দশমিক ৬ কিলোমিটার। রাস্তার দুই পাশে তিন ফুট করে প্রথমত চার কিলোমিটার প্রশস্তকরণ চলমান কাজটি শেষ হলেই কার্পেটিং করা হবে। বাকি ৫ দশমিক ৬ কিলোমিটার অংশ স্কিম অনুমোদন হয়েছে।

সর্বশেষ খবর