শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তিন সিন্ডিকেটের কাছে জিম্মি ভাউর খোলা ইউনিয়নবাসী

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার সন্ত্রাসী জনপদ হিসেবে খ্যাত ভাউর খোলা ইউনিয়ন। অভিযোগ রয়েছে— এ ইউনিয়নের স্থানীয় আলগী, চেঙ্গাকান্দি, বখশিকান্দা ও রগুনাথপুর গ্রামের সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন তিন বড় ভাই। বিচার, শালিস, বিয়ে, নতুন বিল্ডিং, জমি ক্রয়-বিক্রয়, বিদেশ থেকে দেশে ফেরত,  বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ মিটার, বাড়ি করতে ইট বালি কিনলে ওই তিন বড় ভাই খ্যাত নাজির, বিল্লাল ও নাজিম মাস্টারদের চাঁদা দিতে হয়। এই সিন্ডিকেট কাছে জিম্মি সাধারণ মানুষ। ওই তিনজনের নামে একাধিক মামলা থাকলেও থেমে নেই তাদের দৌরাত্ম্য। জানা গেছে— ওই সিন্ডিকেট সর্বশেষ বিদ্যুৎ দেওয়ার নামে বখশিকান্দা ও চেঙ্গাকান্দি গ্রামের বাবুল, মজিবুর, কামাল, সুরুজ মিয়া, শাহজান, জমির হোসেন, কামাল-১ ও কামাল-২য়ের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। এছাড়া চেঙ্গাকান্দি গ্রামের মোহাম্মদ আলীর জমির উপর বিদ্যুতের খুঁটি বসানোর কথা বলে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার জমির উপর জোরপূর্বক বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা করলে গত মঙ্গলবার তিনি মেঘনা উপজেলা বিদ্যুেকন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করেন। এছাড়া গত এক বছর আগে বখশিকান্দা গ্রামের আলমগীর হোসেনের ওপর হামলার ঘটনায় তিন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিস মীমাংসা হয়। ওই রায়ের অর্থ এ সিন্ডিকেটের কাছে রয়েছে বলে জানা গেছে। বখশিকান্দা গ্রামের খানবাহাদুরের কাছে ৬ অক্টো্বর মোটা অংকের চাঁদা দাবি করা হয় বলে তিনি গতকাল সাংবাদিকদের জানান। অভিযুক্ত নাজির হোসেনের সঙ্গে এসব বিষয়ে কথা হলে তিনি তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ খবর