শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘সংস্কৃতি মানুষকে আলোকিত জীবন দেয়’

দিনাজপুর প্রতিনিধি

রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেছেন, হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সংস্কৃতি মানুষকে আলোকিত জীবন দেয়। সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি দূর করা সম্ভব। শুক্রবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোহন কুমার দাস (নাট্য), আলতাফ আলী চৌধুরী (নাট্য), অপূর্ব রায় (ছবি), হেমন্ত সরকার (লোকগীতি), ডা. শহীদুল ইসলাম খান (সংগীত), মিজানুর রহমান লাবু (নাট্যকার), মিনা ভট্টাচার্য্য (রবীন্দ  সংগীত), রওনক আরা রিপাকে (নৃত্য) সম্মাননা ক্রেস্ট, মেডেলসহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ খবর