শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘ইন্টারনেটের অপব্যহার থেকে সন্তানদের দূরে রাখুন’

দিনাজপুর প্রতিনিধি

হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মোবাইল ও ইন্টারনেটের অপব্যহার এবং মাদকাসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১০ম দিনাজপুর গণিত, ৭ম পদার্থবিজ্ঞান ও দ্বিতীয় সায়েন্স জিনিয়াস উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে ৯৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সর্বশেষ খবর