শিরোনাম
শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

টাকা না পেয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় সোর্সের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে আমিনুল (২৫) নামে এক ব্যবসায়ীকে আটকের পর টাকা না পেয়ে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশের হাতে আটক হওয়া ব্যবসায়ীর বাবা সাবেক ইউপি সদস্য সফুরউদ্দিন এ অভিযোগ করেন। ব্যবসায়ীর বাবা ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সফুরউদ্দিন অভিযোগ করে বলেন, তার ছোট ছেলে পাপু উত্তরার মাইলস্টোন কলেজের ছাত্র। বুধবার রাতে কলেজ থেকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় তাদের বাড়ির উদ্দেশে রওনা দেয়। রাত ৯টার দিকে সে বাড়ির সামনে এসে পৌঁছলে আশুলিয়া থানা পুলিশের সোর্স রাজীবের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা শুরু হলে স্থানীয়রা জড়ো হতে থাকেন। পরে স্থানীয়দের তোপের মুখে ওই সোর্স ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু সময় পর আশুলিয়া থানার এসআই আজিজকে সঙ্গে নিয়ে সে ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রের বাবা সাবেক ইউপি সদস্য সফুরউদ্দিনকে আটকের চেষ্টা চালায়। এবারও স্থানীয়দের তোপের মুখে পড়ে। তবে সাবেক ইউপি সদস্যের বড় ছেলে আমিনুলকে আটক করে থানায় নিয়ে যায়। এর পর তাকে ছেড়ে দেওয়ার জন্য সোর্সের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করা হয়। না হলে মাদক মামলায় চালান দেওয়ার হুমকি দেওয়া হয়। আমিনুল ব্যবসায়িক কাজে টাঙ্গাইল থাকেন। কয়েকদিন আগে বাড়িতে এসেছেন। এদিকে একজন ব্যবসায়ীকে গ্রেফতারের পর আদালতে না পাঠিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় থানাহাজতে রাখা সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি সারাদিন থানার বাইরে ছিলেন। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, যদি কোন পুলিশ সদস্য অন্যায়ভাবে এ ধরনের কাজ করে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর