শিরোনাম
শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সন্তানকে হত্যার পর মানসিক ভারসাম্যহীন মা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রাসিদা বেগম (৩০) নামের এক মা তার শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ রাসিদা বেগমকে আটক করেছে। নিহত শিশুটি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. রাসেল (৯)। আটক রাসিদা বেগম গাজীপুরের পুবাইল বড় কয়ের গ্রামের আবদুস সালামের মেয়ে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুর এলাকার বাসিন্দা স্বামী শফিকুল ইসলামের সঙ্গে প্রায় আট বছর আগে রাসিদার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তাদের একমাত্র শিশুসন্তান রাসেলকে নিয়ে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া টিটু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। দুই মাস ধরে কোনো কাজ না থাকায় সংসারের অভাব-অনটনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন রাসিদা। দুই দিন ধরে নিজের ও সন্তানের জন্য খাবার জোগাড় করতে না পেরে গত বহস্পতিবার রাতে রাসিদা রাসেলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখেন। পরে গতকাল শুক্রবার ভোরে ঘুমন্ত শিশু রাসেলের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন রাসিদা। সন্তানকে হত্যা করে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। সকালে ঘর থেকে বেরিয়ে বাড়ির অন্য ভাড়াটিয়াদের ডাকাডাকি করে সবাইকে তিনি জানান, তার ছেলেকে মেরে ফেলেছেন। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত শিশুর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রথিমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা রাসেদা বেগম ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

সর্বশেষ খবর