রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আমন খেতে ‘কারেন্ট পোকা’ মাথায় হাত কৃষকের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে রোপা আমন খেতে হঠাৎ ‘কারেন্ট পোকার’ আক্রমণে চাষীরা দিশাহারা হয়ে পড়েছেন। উপজেলায় চলতি বছর রোপা আমন রোপণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও কারেন্ট পোকার আক্রমণে ধান উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক। ধান পাকার মাত্র কয়েকদিন বাকি-এমন সময় কারেন্ট পোকার আক্রমণে গাছ শুকিয়ে ধান চিটা হয়ে যাচ্ছে। উপজেলার বাগাট, নওপাড়া এলাকার কয়েকটি মাঠে সরেজমিন দেখা যায়, ধান খেতের করুণ অবস্থা। অনেকে নষ্ট অংশ কেটে ফেলছেন। চাষীরা জানান, খুব ছোট ছোট কালো ধরনের পোকা ধানের বাইল ও গাছে ছেয়ে গেছে। স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে গেলে তারা সময়মতো মাঠে লোক পাঠান না বলে অভিযোগ চাষীদের।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন জানান, আবহাওয়ার কারণে চলতি বছর সারা দেশে এ ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে। বিভিন্ন মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা চাষীদের সঙ্গে কাজ করছেন। পোকা দমনে বিভিন্ন ওষুধ স্প্রে করা হচ্ছে। দু-একদিনের মধ্যেই এর প্রতিকার হবে বলে তিনি আশা করছেন। জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোপাল কৃঞ্চ দাস জানান, এটাকে মূলত বাদামী গাছ ফড়িং বলা হয়। কিন্তু চাষীরা কারেন্ট পোকা হিসেবেই জানেন। মূলত বর্তমান আবহাওয়া পোকার অনুকূলে। যে কারণে তারা দ্রুত আক্রমণ করতে সক্ষম হচ্ছে। তবে সব কৃষক একসঙ্গে ওষুধ স্প্রে করলে ৫-৬ দিনের মধ্যে পোকা দমন সম্ভব। তাতে ক্ষতিও তেমন হবে না। জানা যায়, চলতি বছর মধুখালী উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ৫০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আট হাজার ৪০০ হেক্টরে রোপা আমন আবাদ করা হয়েছে।

সর্বশেষ খবর