রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সন্তানের চিকিৎসায় টাকা লাগবে শুনে সংসার ত্যাগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বয়স মাত্র তিন মাস। দিন-রাত কান্না করছে। কান্না না থামায় মা-বাবা শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, শিশুর শরীরে কঠিন কোনো রোগ থাকতে পারে। এজন্য এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা করাতে ১০-১২ হাজার টাকা লাগবে। টাকার কথা শুনে শিশুর বাবা তার স্ত্রীকে জানিয়ে দেয় ছেলেকে যেন এতিম খানায় দিয়ে দেওয়া হয়। এ কথা বলেই স্ত্রী-পুত্রকে হাসপাতালে রেখে চলে যান তিনি। এর পর ১১ বছরে আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। ঘটনাটি ঘটে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে। শিশুটির নাম আহাদ। সে ওই গ্রামের উজ্জল মিয়ার ছেলে। জানা যায়, ২০০৬ সালে আহাদের হার্টে ছিদ্র ধরা পড়ে। দিন যত বাড়তে থাকে তত তার শারীরিক সমস্যা বাড়ছে। মা নাহিদা বেগম জানান, তিন মাস বয়সে শিশুপুত্র অসুস্থ হলে ডাক্তার উন্নত চিকিৎসার কথা জানান। তার বাবা চিকিৎসার ব্যয়ভার না নিয়ে শিশুটিকে এতিমখানায় দিতে বলে বাড়ি ছাড়ে। একপর্যায়ে তাকেও তালাক দেয়। তিনি মানুষের কাছ থেকে চেয়েচিন্তে ১১ বছর ধরে ছেলের চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে জরুরি ভিত্তিতে চিকিৎসকরা তাকে অপারেশন করার কথা জানিয়েছেন। সদর হাসপাতালের ডাক্তার রাজিব আহসান জানান, আহাদের একটি বাল্ব একেবারে সরু। এটি দিয়ে রক্ত চলাচল করতে পারে না। জটিল এ অপারেশনের জন্য ৪/৫ লাখ টাকা প্রয়োজন।

সর্বশেষ খবর