রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নাই আর নাই

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স সমস্যার পাহাড়ে চাপা পড়েছে। পর্যাপ্ত ডাক্তার, ওষুধ, যন্ত্রপাতি, শয্যা নেই। শুধু এখানেই শেষ নয়, এমন হাজারও সমস্যায় হাবুডুবু খাচ্ছে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি।

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। গত ২৮ জুন ভবন নির্মাণ কাজ শেষ হলে উপজেলা স্বাস্থ্য কমিটি বুঝে নেয়। কিন্তু এখনও সেখানে কোনো কার্যক্রম নেই। ফলে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। গাংনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, উপজেলায় ৪ লক্ষাধিক লোকের বাস। যে কজন এমবিবিএস আছেন তারা চিকিৎসা নিতে আসা রোগীদের নানা অজুহাতে কুষ্টিয়ায় রেফার্ড করেন। গাংনী থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। অনেক সময় গুরুতর অসুস্থ রোগী মাঝপথেই মারা যান। এ সমস্যা গাংনীবাসীর দীর্ঘদিনের।

সর্বশেষ খবর