রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘রোগী’

লক্ষ্মীপুর প্রতিনিধি

নানা সংকটে লক্ষ্মীপুরের রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’। জনবল সংকট, সময়মতো ডাক্তার না থাকা, ওষুধ বিতরণে অনিয়ম, রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহার, অব্যবস্থাপনা, যন্ত্রপাতি অচল থাকা ও পরিষ্কার-পরিচ্ছনতার অভাবে সৃষ্টি হয়েছে বেহাল অবস্থা। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মেঘনা উপকূলের লাখো মানুষ।

জানা যায়, রামগতি উপজেলার প্রায় আড়াই লাখ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয় ২০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি পরে ৩১ শয্যায় উন্নীত করা হলেও চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ হয়নি।

হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজ সারওয়ার বলেন, ‘প্রতিদিন এখানে ২০০-২৫০ রোগী আসেন। ভর্তি হন ১৫-২০ জন। সরকারি ওষুধ থাকলে বিতরণ করা হয়।’

সর্বশেষ খবর