রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘যে পুলিশ মাদক বিক্রেতাদের থেকে সুবিধা নেয় তারা পুলিশ নামের কলঙ্ক’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক পিপিএম বলেছেন, মাদক বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা। সীমান্তে কোনো ঘাটতির কারণেই মাদক প্রবেশ করছে অথচ সব দায় পড়ছে পুলিশের ওপর। দু-একজনের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে সব পুলিশ সদস্য মাদক বিক্রেতাদের থেকে সুবিধা নেন তারা পুলিশ নামের কলঙ্ক। তাদের পরিবারের সদস্যরাও মাদকের থাবার শিকার হতে পারেন।

জেলার ট্রাফিক বিভাগের আয়োজনে গতকাল নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের মালটিপারপাস হলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আব্দুর রশিদের সঞ্চালনায় আরও বক্তৃতা করে সুভাষ চন্দ্র সাহা, মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা প্রমুখ। চালকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘অসংখ্য মানুষের প্রাণ আপনাদের হাতে থাকে। আপনাদের গাফিলতি কিংবা অবহেলার কারণে নিজেরা যেমন দুর্ঘটনার শিকার হতে পারেন তেমনি আপনার পরিবারও দুর্ঘটনার শিকার হতে পারেন। এজন্য আপনাদের সচেতন হতে হবে। অনেক চালক ও হেলপার মাদক সেবন করেন যেটা দুর্ঘটনার অন্যতম কারণ।

সর্বশেষ খবর