রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভুয়া নিয়োগপত্রে অর্থ আত্মসাৎ মামলা করায় হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভুয়া নিয়োগপরীক্ষা ও নিয়োগপত্র দিয়ে এক শিক্ষিকার কাছ থেকে আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উল্লাপাড়া পশ্চিম বামনগ্রাম মাদ্রাসা সুপার রেজাউল করিমের বিরুদ্ধে। ছয়মাস বিনাবেতনে চাকরির পর ওই শিক্ষিকাকে শূন্য হাতে বের করে দিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ভিটেমাটি বিক্রি করে দেওয়া টাকা ও চাকরি ফেরতের জন্য মামলা করায় রেজাউল নানাভাবে শিক্ষিকাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী আঞ্জুয়ারা পারভীন বলেন, বামনগ্রাম মাদ্রাসার জুনিয়র মৌলভী পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে তার স্বামী কামরুজ্জামানের কাছে সুপার রেজাউল করিম প্রস্তাব দেন। এ জন্য আট লাখ টাকা দাবি করেন। চাকরির আশায় ভিটেমাটি বিক্রি করে সুপার ও সহকারী সুপারকে আট লাখ টাকা দেন। ২০১৫ সালের ১৪ নভেম্বর মাদ্রাসার প্যাডে তাকে নিয়োগপত্র প্রদান করা হয়। ছয়মাস পর সুপার জানান, তোমার নিয়োগে ঝামেলা আছে পুনরায় নিয়োগপরীক্ষা দিতে হবে। গত বছরের ১৩ ডিসেম্বর নিয়োগপরীক্ষার নাটক সাজিয়ে সুপার আমাকে বাদ দিয়ে অন্য একজনকে ১১ লাখ টাকা ঘুষের বিনিময়ে নিয়োগ দেন।

সর্বশেষ খবর