সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাবধানে চালাব গাড়ি নিরাপদে ফিরব বাড়ি

সারা দেশে নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

জাতীয় নিরাপদ সড়ক দিবস ছিল গতকাল। দিনটি পালন উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন। দিবসের প্রতিপাদ্য ছিল ‘সাবধানে চালাব, গাড়ি নিরাপদে ফিরব বাড়ি’। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— টাঙ্গাইল : কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছার উদ্দিন জুয়েল, গোবিন্দ চন্দ  পাল, আবু নাইম। এছাড়া দিনব্যাপী ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। নাটোর : সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শাহিনা খাতুনের নেতৃত্বে র্যালি বের হয়ে মাদ্রাসার মোড় এলাকায় সাহারা প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সাহারাপ্লাজার রেস্টুরেন্টে আশরাফুল ইসলামের সভাপতিত্বে ড. চিত্র লেখা নাজনীন, খাইরুল আলম বক্তৃতা করেন। নওগাঁ : জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. মো. আমিনুর রহমান, ইকবাল হোসেন। বক্তারা বলেন— ওভারস্পিড, ওভারটেকিং, ওভারলোড, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা, ট্রাফিক আইন না মানার কারণে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। এ বিষয়গুলো রোধ করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে। লক্ষ্মীপুর : জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে হোমায়রা বেগম, অনির্বাণ চাকমা, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সভা শেষে জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। ঝিনাইদহ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় জাকির হোসেন, আবু ইউসুফ মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সকালে পুলিশের আয়োজনে পৃথক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়। বগুড়া : র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীমুন রাজিব। প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান। বক্তৃতা করেন আব্দুল জলিল, ডা. সামির হোসেন মিশু প্রমুখ। মুন্সীগঞ্জ : জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালি শুরু  হয়ে সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন একেএম শওকত আলম মজুমদার ও মুস্তাফিজুর রহমান। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কুমিল্লা : র্যালিতে অংশ নেন পরিতোষ ঘোষ, মো রহমতুল্লাহ, শফিকুল ইসলাম শিকদার প্রমুখ। পরিতোষ ঘোষ বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কের সেবক, মহাসড়ককে নিরাপদ রাখার জন্য সর্বদা প্রস্তুত। তিনি সবাইকে সড়কের আইন মেনে চলার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় খোন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে জিয়াউদ্দীন আহমেদ, আব্দুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।  জয়পুরহাট : র্যালিতে অংশ নেন তোফাজ্জল হোসেন, একরামুল হক সরকার, হারুনুর রশিদ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন- দুর্ঘটনা রোধে চালকদের আরো সচেতন ও দক্ষ হতে হবে।

সর্বশেষ খবর