সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘বিসিএস ছাড়া ক্যাডার নয়’

প্রতিদিন ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা। এ সময় তারা সরকারের কাছে চার দফা তোলেন। আগামী ১৬ নভেম্বরের মধ্যে এ সব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। দাবির মধ্যে রয়েছে, বিসিএস ছাড়া কেউ ক্যাডার হতে পারবেন না, জাতীয়করণকৃত শিক্ষকদের নন ক্যাডার ঘোষণা করা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : মতবিনিময় সভায় বলা হয়— কলেজ জাতীয়করণের প্রজ্ঞাপন জারির আগেই বিসিএস ছাড়া অন্য কোনোভাবে কাউকে ক্যাডারভুক্ত করা যাবে না তা বিধিমালার আওতায় আনতে হবে। ১৬ নভেম্বরের মধ্যে এই দাবি মানা না হলে ১৭ নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে কঠোর কর্মসূচি দেবে। কুমিল্লা : ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলা হয়— বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ছাড়া অন্য কোনো পথে কোনো ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না। সরকারিকরণ কলেজের শিক্ষকদেরও অনুরূপ বিধিমালার আওতায় আনতে হবে। ব্রাহ্মণবাড়িয়া : স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয়করণের আদেশ জারির আগেই বিধিমালা প্রণয়ণসহ চার দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। টাঙ্গাইল : জেলা প্রেস ক্লাবে মতবিনিময় সভায় বক্তারা দাবি করেন, ‘জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা স্ব-স্ব কলেজ থেকে অন্য কলেজে বদলি হতে পারবেন না।’ নওগাঁ : নওগাঁ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তারা বলেন, জাতীয়করণ করা কলেজের শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কোনোভাবেই মেধাবীদের আকর্ষণ করতে পারবে না। দিনাজপুর : জেলা প্রেস ক্লাবে মতবিনিময় সভায় বলা হয়— সরকারের উপজেলা পর্যায়ে একটি করে কলেজ জাতীয়করণ কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বিসিএস ছাড়া অন্য প্রক্রিয়ায় শিক্ষক আত্তীকরণ সমর্থন করে না। খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, জাতীয়করণ করা কলেজের শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন। নোয়াখালী : নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা  জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডারবহির্ভূত রাখার দাবি জানান। নেত্রকোনা : নেত্রকোনা সরকারি কলেজে মতবিনিময় সভায় বক্তারা বলেন, যেখানে লাখো ছেলেমেয়ের সঙ্গে প্রতিযোগিতা করে বিসিএস ক্যাডার হতে হয়, সেখানে কলেজ সরকারিকরণ করলেই যদি একই মর্যাদায় আসা যায় তাহলে কষ্টের কোনো মর্যাদা থাকে না। রাজশাহী : রাজশাহী কলেজে সংবাদ সম্মেলনে বক্তারা আগামী ১৬ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

 

সর্বশেষ খবর