সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৫৭ ধারার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে সাতক্ষীরা বিএনপির সহসভাপতি অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানা পুলিশ যশোর পুলিশের সহযোগিতায় গতকাল যশোর শহর থেকে তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন গত ১৪ আক্টোবর সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর পর সেখান থেকে যাচাই-বাছাই শেষে সদর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১৭ অক্টোবর মামলটি রেকর্ড করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর