শিরোনাম
শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অন্ধকার ছেড়ে আলোর পথে ১৮৯ মাদকসেবী

জামালপুর প্রতিনিধি

অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে এলো জামালপুরের ১৮৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী। বৃহস্পতিবার জামালপুর পুলিশ কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তারা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান। তিনি বলেন, স্বেচ্ছায় মাদক ছেড়ে দেওয়া সবার চিকিৎসা ও পুনর্বাসনে পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। মাদকের ব্যাপারে পুলিশকে জিরো টলারেন্সে থাকতে হবে। কোনো রাজনৈতিক দলের নেতা বা পুলিশের কোন দুষ্টু সদস্য মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকে তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

জেলা পলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল প্রমুখ।

সর্বশেষ খবর