সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় পপি রানী পাল নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। মৃত পপি রানী পাল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহর কোনা গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী সিন্টু পালের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পপির অস্ত্রোপচার করা হয়। তার এক সন্তানের জন্ম হয়। এরপর রোগীর অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। শনিবার সকালে রোগীকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তৃপক্ষ ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীর স্বজনরা ঢাকায় না নিয়ে সিলেটের পার্কভিউ প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে পপি রানীর মৃত্যু হয়। মৃত পপি রানীর মা দীপান্তি রানী পাল অভিযোগ করেন, নূর জাহান হাসপাতালে অপারেশটা ঠিকমতো হয়নি তাই রক্তক্ষরণ হয়ে তার মেয়ে মারা গেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোয়াহিদ আহমদ বলেন, চিকিৎসায় কোনো ত্রুটি হয়েছে কি-না সেটা সার্জন ও ময়না তদন্ত ছাড়া বলার সুযোগ নেই। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ খবর