বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুয়াকাটা সৈকতে বিনোদনে নতুন সংযোজন ম্যাজিক বোর্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতে বিনোদনে নতুন সংযোজন ম্যাজিক বোর্ড

পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা দিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে সংযোজন হয়েছে ম্যাজিক বোর্ড। প্রতিদিন এ বোর্ড ঘিরে ভিড় করেছে স্থানীয়সহ শত শত পর্যটক। বিশেষ করে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে শিশুদের কাছে। ব্যক্তিগত উদ্যোগে সৈকতের জিরো পয়েন্ট থেকে একটু পূর্বদিকে এটি স্থাপন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকত সংলগ্ন ইকোপার্ক, গঙ্গামতির লেক ও ম্যানগ্রোভ ফরেস্ট, ছায়া ঘেরা নারিকেল কুঞ্জ, মিশ্রী পাড়ায় অবস্থিত এশিয়ার সর্ব বৃহৎ বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার সবুজ বন, মম্বীপাড়ার সৎ সঙ্গের মন্দির ও লেম্বুর চরের শুঁটকি পল্লীতে পর্যটকদের ভিড় থাকে। সৈকতে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা না থাকলেও এখন দর্শনার্থীদের জন্য ওয়াটার বাইক, বিচ বাইকসহ ম্যাজিক বোর্ড রয়েছে। কুয়াকাটা ভ্রমণে আসা সালমা আক্তার বলেন, ‘পরিবার পরিজন নিয়ে কয়েক বার এখানে এসেছি। সৈকতে বিনোদনের তেমন ব্যবস্থা ছিল না। ম্যাজিক বোর্ড স্থাপন করায় শিশুদের বিনোদনে নতুন মাত্রা যোগ হয়েছে’। ম্যাজিক বোর্ডমালিক জাকির চৌধুরী জানান, দেশের বিভিন্ন পার্কে এ ম্যাজিক বোর্ড রয়েছে। কুয়াকাটায় তেমন কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর