বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রভাষককে মারধর, নারী কাউন্সিলর জেলে

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে প্রভাষক সতীনকে মারপিটের ঘটনায় পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শরীফুন্নেছা শিরিনকে (৩৬) জেলহাজতে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে গতকাল কাউন্সিলর উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। প্রভাষক ফারহানা জামান সাথী (৩৪) কালিকাপুরের ওষুধ ব্যবসায়ী কামরুজ্জামান কল্লোলের প্রথম এবং কাউন্সিলর শিরিন দ্বিতীয় স্ত্রী। উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বনপাড়া পৌরসভা নির্বাচনে শরীফুন্নেছা শিরিন কাউন্সিলর প্রার্থী। ঘটনার দিন গত শনিবার গণসংযোগ চালানোর সময় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। পরে উত্তেজিত হয়ে সতীনের ওপর হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন তিনি। এ ঘটনায় ওই দিন রাতেই প্রভাষক সাথী বড়াইগ্রাম থানায় শিরিনসহ চার জনের নামে মামলা করেন।

সর্বশেষ খবর