বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

  পাবনার চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।  উপজেলা পরিষদের সামনে সাঁথিয়া রিপোর্টার্স ইউনিটি ও মফস্বল সাংবাদিক ফোরাম গতকাল এ কর্মসূচি পালন করে। আব্দুদ দাইয়েনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, আমিনুল ইসলাম জুয়েল, আবদুল হাই প্রমুখ।

—পাবনা প্রতিনিধি

১৩ গ্রামবাসীর মানববন্ধন 

বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের লোকজন ক্ষতিপূরণসহ ছয় দফা বাস্তবায়ন দাবিতে গতকাল মানববন্ধন করেছেন। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান বুলবুল। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে মোবারকপুর, বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা, রসুলপুর, কালুপাড়া, হামিদপুর, চৌহাটি, জবরপাড়া, মহেশপুর, পাতড়াপাড়া, বাশপুকুর, বৈদ্যনাথপুর ও কাজিপাড়ার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।—দিনাজপুর প্রতিনিধি

সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে নুরে আলম দেওয়ান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন। মঙ্গলবার বিকালে দেওয়ানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরে আলম ওই গ্রামের মোস্তফা দেওয়ানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেওয়ানকান্দির মোয়াজ্জেম দেওয়ান, ইসহাক দেওয়ান ও মোস্তফা দেওয়ানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। —শরীয়তপুর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে তাফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তাফাজ্জল উপজেলার  সোনাকর গ্রামের আমির আলীর ছেলে। বুধবার দুপুরে উপজেলার গাড়ারণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন আর রশীদ বলেন, তাফাজ্জল শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি উপজেলা সদরে ডাক্তার দেখিয়ে রেল সড়ক দিয়ে  বাড়ি ফিরছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ডেমু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। —শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর