সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ চারতলা ভবন ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পৌর শহরে কলেজ সড়কে একটি চারতলা ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে পৌরসভা। বাড়িমালিক অজিত করের কাছে গতকাল এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন পৌরমেয়র। পৌরসভার সহকারী প্রকৌশলী জামাল হোসেন জানান, রানা প্লাজার মতো ঘটনা আমরা খাগড়াছড়িতে প্রত্যাশা করি না। জানা যায়, নিরাপত্তা চেয়ে পৌরমেয়রের কাছে লিখিত অভিযোগ করেন প্রতিবেশিরা। অভিযোগ পাওয়ার পর ব্যাপক তদন্ত শেষে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং পৌর কর্তৃপক্ষ ওই বাড়ির মালিকের কাছে ভবন অপসারণের পত্র পাঠায়। একই সঙ্গে ভবনের নিচ তলায় হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড, তৃতীয় ও চতুর্থ তলায় ভাড়া নেওয়ার জন্য চুক্তিবদ্ধ খাগড়াছড়ি আইডিয়েল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষকে ভবন অপসারণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর