সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ীসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, মাগুরা, সিরাজগঞ্জ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহাটি ঘটেছে। নিহতদের মধ্যে এক ব্যাংক কর্মকর্তা ও দুই ব্যবসায়ী রয়েছেন। রাজশাহীতে আহত হয়েছেন এক কলেজছাত্র। প্রতিনিধিদের খবর—

দিনাজপুর : দিনাজপুর-দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরে বাসের ধাক্কায় আফসারোজ্জামান (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার বাগানের স্কুল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আফসারোজ্জামান ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাবুরী গ্রামের সহিরউদ্দিনের ছেলে। তিনি রুপালী ব্যাংক চিরিরবন্দরের রাণীরবন্দর শাখায় সিনিয়র কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এদিকে বীরগঞ্জে গতকাল বিকালে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে কাসেম (২৮) ও রানা ইসলাম (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কাসেম বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের জামাল উদ্দিনের এবং রানা একই গ্রামের একরামুলের ছেলে। মাগুরা : মাগুরা-যশোর সড়কের জাগলা ছোট বটতলা এলাকায় শনিবার রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আমিনুল ইসলাম (৩০) ও আব্দুস সামাদ (৬০) নামে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লাভলু নামে অপর একজন। নিহতদের বাড়ি মানিকগঞ্জ জেলার রাউতড়া গ্রামে। সিরাজগঞ্জ : কামারখন্দে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের একজন নারী ও একজন পুরুষ। রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরবাইকের ধাক্কায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম : কানে হেড ফোন লাগিয়ে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় আকাশ নামে এক যুবক নিহত হয়েছেন।

নগরীর বন্দর থানাধীন ফ্রি-পোর্ট মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আকাশের গ্রামের বাঁশখালী উপজেলায়।

সর্বশেষ খবর