মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাতিয়ায় সংঘর্ষে আহত ২০

নোয়াখালী প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ  করে নোয়াখালীর হাতিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পল্লী চিকিত্সকসহ ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ঢাকায় এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের পুর্ব জোড়খালী গ্রামে।  পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার পুর্ব জোড়খালী গ্রামের পল্লী চিকিত্সক নাছির উদ্দিনদের সঙ্গে একই বাড়ির আবুল কাশেমের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজের মাথায় লাঠি দিয়ে আঘাত করে আবুল কাশেম। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ আহত হয়েছেন। এদের মধ্যে রিয়াজ উদ্দিন (৩৬) ও নুর উদ্দিন (৫০)কে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার পিপিএম জানান, জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর