মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘উদ্বেগজনক হারে পাহাড়ে বন উজাড় বেড়েছে’

রাঙামাটি প্রতিনিধি

উদ্বেগজনক হারে পাহাড়ে বন উজাড় বেড়েছে বলে মন্তব্য করেছেন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, যে পাহাড়ে যে অবস্থান করে, সে পাহাড় তার দখলে। এখানে সরকারি নিয়মনীতির তোয়াক্কা করছেন না কেউ। পাহাড়ে নতুন করে বনায়ন হচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা নির্বিচারে রিজার্ভ ফরেস্ট পর্যন্ত উজাড় করছে। সংরক্ষণের অভাবে যে যার মতো বন উজাড় করে বসতি স্থাপন করছেন। কাঠ পাচার করা হচ্ছে। করা হচ্ছে জুম চাষ।

সোমবার আন্তর্জাতিক পর্বত দিবসে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বৃষ কেতু চাকমা এ সব কথা বলেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিদিব কান্তি দাশ, সাধন মনি চাকমা, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর