মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংসারের ঘানি টেনেও মেধাতালিকায়

শেরপুর প্রতিনিধি

হতদরিদ্র পরিবারের সন্তান ফরিদ মিয়া। সংসারের চাকা ঘুরাতে সারাদিন কাজ করেছেন মা-বাবার সঙ্গে। নিজে হাতপাখা তৈরি ও বিক্রিও করেছেন। এতোসবের পরেও তিনি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে মেধা তালিকায় ৪৯তম হয়েছেন। অদম্য মেধাবী ফরিদ শেরপুর শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তার বাবা শ্রমিক, মা ফিরোজা গৃহিনী। সম্পদ বলতে আছে শুধু বসতভিটা। পাঁচ ভাই-বোনসহ সাত সদস্যের পরিবারের ভার নিতে শিশু বয়স থেকেই মা-বাবার সঙ্গে কাজ করতে হয়েছে তাকে। এরই ফাঁকে চালিয়ে যেতেন পড়ালেখা। সংসারের টানাপোড়েনে তাকে নবম শ্রেণিতেই স্কুল ছাড়তে হয়েছিল। এমন এক সময় তার পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)।

 

সর্বশেষ খবর