মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ট্রেনের ধাক্কায় মৃত্যু

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে নীল গেঞ্জি ও কালো রঙের প্যান্ট রয়েছে। টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরব আলী জানান, ঢাকা-জয়দেবপুর রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রমের আক্কাস মার্কেট এলাকায় রবিবার রাতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। —গাজীপুর প্রতিনিধি

 

এক রাতে ৪ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি হয়েছে। ঘটনাগুলো ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া, ভাটি বালিয়াপাড়া, ও মনোহরদী (ঋষের চর) ও ভাটি গোপিন্দি গ্রামে। এর মধ্যে ডাকাত দল তিনটি বাড়িতে ডাকাতি করে এবং একটি বাড়িতে হানা দিলেও লোকজনের প্রতিরোধের মুখে ডাকাতি করতে ব্যর্থ হয়। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ও ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান মো. লাক মিয়া ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। —আড়াইহাজার প্রতিনিধি

 

কুবি অ্যানথ্রোপলজি সোসাইটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ‘অ্যানথ্রোপলজি সোসাইটি’র তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সোমবার সোসাইটির সাধারণ সভায় ৭ ডিসেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করেন মডারেটর মো. আসাদুজ্জামান। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ফজলে শাহারিয়ার। সাধারণ সম্পাদক হয়েছেন বীথি আক্তার।  —কুমিল্লা প্রতিনিধি

 

গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি  কাজী শিপন গতকাল মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য  বেগম জিয়া প্রস্তুত আছেন। এর ব্যতিক্রম হলে আন্দোলনের জন্য তৈরি থাকবেন’।

—মোরেলগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর