মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে সড়ক সংস্কার দাবিতে অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে। সোমবার দুপুরে উজেলার তারাবো দক্ষিণপাড়া এলাকাবাসী এ বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সাত্তার মেম্বার, শহিদুল্লাহ মুন্সী, রোস্তম আলী, মাসুম মিয়া, সালমা বেগম প্রমুখ। এলাকাবাসীর অভিযোগ, তারাব বাজার থেকে সোনালী পেপার মিল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা। রাস্তার পাশে গড়ে উঠেছে শবনম ওয়েল মিল, রহমান কেমিক্যাল, সোনালী পেপার মিলসহ বেশ কয়েকটি শিল্প কারখানা। ১২ ফুট এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত এ সব শিল্প কারখানার শত শত মালবাহী ট্রাক চলাচল করছে। ফলে রাস্তাটি ভেঙে খানাখন্দে ভরে গেছে। স্কুল/কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সময় যানজটের কারণে অপেক্ষা করতে ঘণ্টার পর ঘণ্টা। সড়ক অবরোধের একপর্যায়ে তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার ও উপ-সহ প্রকৌশলী মুজাহিদ হোসেন তুষার এবং শবনম ওয়েল মিলের ইঞ্জিনিয়ার জসীম ১৫০ দিনের মধ্যে রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীর।  

সর্বশেষ খবর