মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাসিরনগরে হামলা : আদালতে অভিযোগপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া আট মামলার মধ্যে একটির অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে গৌরমন্দিরে হামলা-ভাঙচুরের মামলার অভিযোগপত্রটি জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে দাখিল করেন আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান। এর আগে রবিবার ২২৮ জনকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শওকত হোসেন আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমানের কাছে অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেওয়ান আতিকুর রহমান আঁখি, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চকদার, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল, হরিপুর গ্রামের কাপ্তান মিয়া, বিল্লাল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মুখলেছুর রহমান, মো. জাকির হোসেন প্রমুখ। তবে তারা সবাই বর্তমানে জামিনে আছেন। নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ খবর