মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের বালিরটেক বাজারের একতা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাটানো হয়েছে।

ক্লিনিকমালিক ফারুক হোসেন বলেন, ‘ডাক্তার ও নার্স নিয়োগের সময় তাদের কোনো কাগজপত্র রাখা হয়নি। ডা. নাজমুল হাসান অপারেশন করেছেন। তিনি অপারেশনের ডাক্তার কিনা আমি জানিনা’। অভিযুক্ত ডা. নাজমুল হাসানের মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, প্রাথমিকভাবে শিশুটির মাথায় ক্ষত ও সেলাইয়ের চিহ্ন পাওয়া গেছে।

জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ভারারিয়ার গ্রামের প্রবাসী মিশুক রানার স্ত্রী মাকসুদা (২৪) একতা ক্লিনিকে ডাক্তারের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে সব ঠিক আছে বলে অপারেশন করেন ডা. মোঃ নাজমুল হাসান। ডাক্তারের কাচির আঘাতে নবজাতকের মাথায় মারত্মক ক্ষত হয়। এ সময় ডাক্তার নবজাতকের মাথায় সেলাই দিয়ে ব্যান্ডিস করে দ্রুত সটকে পড়েন। রক্তক্ষরণে শিশুটির অবনতি হলে ঠাণ্ডার কারণে এ অবস্থা হয়েছে বলে তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গতকাল সকালে ঢাকা নেওয়ার পথে শিশুটি মারা যায়।

সর্বশেষ খবর