শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক মন্দিরে দুই গ্রুপের কীর্ত্তন উত্তেজনা

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জের রূপগঞ্জে এক মন্দিরে দুই গ্রুপের কীর্ত্তন আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। কেয়ারিয়া উত্তরপাড়া কালী মন্দির সভাপতি শীতল সরকার জানান, কেয়ারিয়া এলাকার মরণ চাঁন ও লাল চাঁন ৭ বছর আগে আমাদের মন্দিরের সদস্য ছিলেন। এদের মধ্যে মরণ চাঁন নেশা করেন ও লাল চাঁন মন্দিরের নাম ভাঙিয়ে ভুয়া কবিরাজি করে মানুষের অর্থ আত্মসাৎ করেন। এসব অপকর্ম ছেড়ে দিতে তাদের একাধিকবার বলা হয়। তারা তা না শুনে কেয়ারিয়া কালীমন্দির থেকে সরে গিয়ে লাল চাঁন সরকারের বাড়িতে মণ্ডপ তৈরি করে গত ৭ বছর ধরে আলাদা পূজা করে আসছে। প্রতি দুর্গাপূজায় আলাদা আলাদা সরকারি বরাদ্দও দেওয়া হয়। কেয়ারিয়া কালি মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞের ১৫ তম কীর্তন আয়োজন করে বর্তমান বৈধ কমিটি যা আগামী ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। পূর্বশত্রুতার জের ধরে এবং আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে বর্তমানে আমাদের মন্দিরের নামে নতুন করে দাওয়াতপত্র তৈরি করে কীর্তন করার ঘোষণা দেয় লাল চাঁন, মরণ চাঁন এবং তাদের সমর্থক গৌরাঙ্গ ও হরিয়ানন্দ। তারা ওই দাওয়াতপত্র দিয়ে চাঁদাও আদায় করছেন। এ ঘটনায় শীতল সরকার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল বলেন, শীতল সরকারদের কমিটি বৈধ কমিটি। ইউএনও বলেন, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।

সর্বশেষ খবর