বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিনামূল্যে ৪০০ রোগীকে সেবা

বসুন্ধরা আই হসপিটাল

টাঙ্গাইল প্রতিনিধি

‘যাগোর লাগ্গা আমি চোহে দ্যাগবার পাইতাছি আল্লা তাগোর ভাল করুক। আমি একডো চোহে দেখবার পাইতাম না। এক বছর আগে এগোর থন মাংনা (বিনামূল্যে) দ্যাহায়া বালা হইছি’। কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা দাঁড়ি পাকা গ্রামের বৃদ্ধা তারাবানু। তিনি গত বছর বসুন্ধরা আই হসপিটালের বিনামূল্যে চক্ষু শিবিরে একটি চোখের অপারেশন করিয়ে সুস্থ জীবনযাপন করছেন। গতকাল অপর চোখের চিকিৎসা নিতে এসেছিলেন বসুন্ধরা আই হসপিটালে। সখীপুরে বসুন্ধরা আই হসপিটাল ও বড়চওনা প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার বড়চওনা স্কুলমাঠে চক্ষু শিবির উদ্বোধন করেন স্থানীয় ব্যবসায়ী জাহিদ হাসান। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোশারফ হোসেন। শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গনি, আয়নাল হক, ইউপি সদস্য মজিবুর রহমান। ক্যাম্পে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও দুস্থ প্রায় ৪০০ নারী-পুরুষকে সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৯০ জনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য মনোনিত করা হয়েছে। বসুন্ধরা আই হসপিটালের চক্ষু সার্জন আব্দুল খালেকের তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালিত হয়।

সর্বশেষ খবর