সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এখনো পানির নিচে ২৫ হাওর বোরো আবাদ অনিশ্চিত

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ

এখনো পানির নিচে ২৫ হাওর বোরো আবাদ অনিশ্চিত

হবিগঞ্জে পানিতে তলিয়ে থাকা একটি হাওর —বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জের ভাটি অঞ্চলের ২৫টি হাওর এখনো পানির নিচে। এতে বোরো আবাদ নিয়ে অনিশ্চতায় পড়েছেন কৃষকরা। গত বছরে দুই দফা বন্যায় নষ্ট হয়েছে বোরো ধান। এ বছর সেই জমিতে বোরো ধান চাষ নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। তলিয়ে থাকা হাওরের মধ্যে রয়েছে—আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর, জিলুয়া, কাকাইলছেও, মাহতাবপুর, রাহেলা, রসূলপুর, কামালপুর, ঘড়দাইর,বানিয়াচঙ্গের হাফরারবিল, কৈয়ারঢালা, মাতাবপুর, ইকরাম, মাকুর্লী, মাকালকান্দি, মখা, বিথঙ্গল, নবীগঞ্জের গোলডুবা, সাফাতি, সাতবিল, বাহুবলের গুঙ্গাজুড়ি, লাখাইর বেগুনাই ও তেঘড়িয়া। জানা যায়, নদীতেও পানি প্রবাহ বেশি থাকায় বোরো জমির পানি নামছে না।

বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া গ্রামের কৃষক নূরুল আমীন জানান, হাফরার হাওরে উপরে জমিগুলোতে ধান রোপণ কাজ শেষ হয়ে গেছে। কিন্তু নিচু জমিতে এখনো পানি জমে থাকার কারণে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না। গত বছরও হাফরার হাওরে নিচু জমি থেকে ধান তুলতে পারেনি। এবারও মনে হয় সেখানে ধান চাষ করা সম্ভব হবে না। কৃষকদের অভিযোগ, এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে তারা কোনো পরামর্শ পাচ্ছেন না। বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান জানান, কিশোরগঞ্জ জেলার মিঠাইমনের শান্তিপুরের চাদরি বিলের পাশে কালনী-কুশিয়ারা নদীতে লোপ কাটিং করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া আজমিরীগঞ্জের কাকাইলছেও, রাহেলা, মাতাবপুরসহ কয়েকটি গ্রামও এ লোপ কাটিংয়ের ভিতরে চলে গেছে। তাছাড়া হবিগঞ্জের খোয়াই নদীতে বিভিন্ন স্থানে পলি পড়ে উঁচু হয়ে যাওয়ার কারণে হাওরের পানি নামতে পারছে না। এ কারণে হাওরগুলোতে এখন পানি জমে রয়েছে। এমপি বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে’। কৃষি সম্প্র্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী জানান, এবার হবিগঞ্জে ১ লাখ ২০ হাজার হেক্টর জবিতি বোরো আবাদ করার থাকলেও এখন পর্যন্ত ৪০ হাজার হেক্টর আবাদ করা হয়েছে। তিনি কৃষকদের অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন, ‘পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিরো টিলেজে চারা রোপণ, ড্রাম সিডার দিয়ে জমিতে বীজ বপন এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ খবর