বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দখল হচ্ছে ফসলি জমি, কাঁদছে কৃষক

কুমিল্লা প্রতিনিধি

এলাকাবাসীর কয়েকশ বিঘা ধানি জমি দখল করে করছেন মাছ চাষ। দুুটি হত্যামামলা, চাঁদাবাজি, হামলা, অবৈধভাবে বালু উত্তোলনসহ অপহরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে কাঁদছেন ভুক্তভোগী কৃষকসহ সাধারণ মানুষ। খেয়াঘাটের মাঝি থেকে মালিক বনে গেছেন শতকোটি টাকার। যার বিরুদ্ধে এতো অভিযোগ তিনি কুমিল্লা দাউদকান্দি উপজেলা যুবলীগ নেতা আল আমিন। অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। নিকটজনরা জানান, আল আমিনের বিরুদ্ধে উঠা অভিযোগ সঠিক নয়। রাজনৈতিক কারণে অপপ্রচার। দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আল-আমিন রাজনীতি করে, তাই ভালোমন্দ সব রকমের কথা উঠছে’। ইউএনও মো. আল-আমিন বলেন, ‘দাউদকান্দি এলাকায় বালু উত্তোলনে সরকারের কোনো অনুমতি নেই। গোলাপের চরের আল আমিনের বিষয়ে মৌখিক কিছু অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে’। জানা যায়, আল আমিন মেঘনা-গোমতীর কয়েকটি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। স্থানীয় চেঙ্গাকান্দি, গোলাপেরচর গ্রামে এলাকাবাসীর কয়েকশ বিঘা ধানের জমি দখল করে করছেন মাছ চাষ। এবার ইরি, আলু মৌসুমে জমি চাষ করতে না পেরে শতাধিক কৃষক বেকার হয়ে পড়েছেন। ভয়ে কেউ মুখ খুলছেন না তার বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, গোলাপেরচর গ্রামের এক সময়ের খেয়া নৌকার মাঝি আল আমিন বর্তমানে ইউনিয়ন যুবলীগ সভাপতি। বালু মহাল দখলকে কেন্দ্র করে তার গ্রুপের হাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রাজন ও ছাত্রলীগ নেতা অপু খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই দুটি হত্যা মামলায় আল আমিন ও তার ভাই বাবুলও আসামি। এছাড়া আল আমিন তার লোকজন দিয়ে স্থানীয় ভুলু মিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক ২৩টি মামলা করেন। জোর করে তার ১৫ শতাংশ জমি দখলে নিয়ে গড়ে তোলেন দোতলা ভবন। গোলাপেরচরের মকবুল ও মনির হোসেনের দুই বিঘা জমি দখল করে বিক্রি করে দিয়েছেন তিনি। কামাল হোসেন নামে এক ব্যক্তি জানান, গোলাপের চরে নতুন ঘর উঠাতে গেলে আল আমিনকে ২০ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়। না দিলে সামনে অস্ত্র রেখে মোবাইলে ছবি তুলে অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। তার কাছে জমি বিক্রি করতে না চাইলে মামলা দিয়ে হয়রানি করেন। কালাম মিয়া নামে এক ব্যক্তি জানান, মাদ্রাসা ও কবরস্থান করার কথা বলে আল আমিন তার বাড়ির পাশে ব্যক্তিমালিকানা ও সরকারি জমি ভরাট করছেন। পরবর্তীতে সেটাও দখলে নেবেন।

 

সর্বশেষ খবর