বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাল্যবিয়ের অভিযোগে বর-কনেসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে বর ও কনেসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে কনের বাবা ও মামাকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। বর ও কনেকে ছেড়ে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা উত্তর বেলাই গ্রামের শাহারুল ইসলাম, বরের মামা ছামছুল ইসলাম।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার বেলাই গ্রামের শাহারুল ইসলামের মেয়ে কিচক দ্বি-মুখি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শাবনুর খাতুনের (১৩) সঙ্গে একই গ্রামের মোবারক আলীর ছেলে ফরহাদ হোসেনের (১৮) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে সোমবার রাতে কনের বাড়ি থেকে বর-কনেসহ চারজনকে আটক করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর