বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় শতাধিক প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাম্পিং শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গতকাল বিএনসিসি রেজিমেন্ট ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এম.অহিদুজ্জামান। সভাপতিত্ব করেন ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্ট কুমিল্লার আয়োজনে ১৫—২৪ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা পুরনো বিমান বন্দরে রেজিমেন্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। এতে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫টি বিশ্ববিদ্যালয়সহ ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে বিএনসিসি অফিসার এবং ক্যাডেটসহ ৫৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করে। ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, নেতৃত্বের গুণাবলী, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ, মাদকের কুফল ও প্রতিকার এবং বিভিন্ন অসামরিক প্রশিক্ষণের পাশাপাশি আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ প্রদান করা হবে।

সর্বশেষ খবর