বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অবশেষে পরিবারের কাছে শিশু হাফিজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী উপজেলার চন্দ্রহার খালে কচুরিপানার মধ্যে পাওয়া ১৯ মাসের শিশু হাফিজকে অবশেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধারের চারদিন পর গতকাল আইনি প্রক্রিয়া শেষে তাকে তার বাবা নজরুল প্যাদার হাতে তুলে দেন আগৈলঝাড়ার ইউএনও আশ্রাফ আহম্মেদ রাসেল। এ সময় আগৈলঝড়ার বেবী হোমের উপ তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত উপস্থিত ছিলেন। নজরুল প্যাদা জানান, তার চার মেয়ের পর একমাত্র ছেলে হাফিজ। স্ত্রী নাসিমা দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন। গত শুক্রবার হাফিজকে নিয়ে তার মা বাড়ি থেকে বের হওয়ার পর হাফিজ নিখোঁজ হয়। কিন্তু এ বিষয়ে নাসিমা কিছুই বলতে পারছিল না। পরে তিনি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে চন্দ্রহার গ্রামে খালে কচুরিপানার ভেতর থেকে হাফিজকে উদ্ধার করে গৌরনদী থানায় দেন এক পথচারী। হারিয়ে যাওয়া একমাত্র ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত নজরুল।

সর্বশেষ খবর