বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মামলা নিতে চায় না পুলিশ

চট্টগ্রামে বেড়েছে ডাকাতি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গত বছর ১২ ডিসেম্বর নগরীর কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে ডাকাতির সময় একই পরিবারের চার নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন ওই পরিবার কর্ণফুলী থানায় মামলা করতে গেলে শুরু হয় যত টালবাহানা। পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে ঘটনার পাঁচ দিন পর মামলা নেয় পুলিশ। এ ঘটনায় তোলপাড় হয় দেশজুড়ে। পরে পুলিশ এ ঘটনায় নিজেদের ব্যর্থতা স্বীকার করে। এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে নগরীতে, যার সিংহভাগই প্রকাশিত হয় না। এ বিষয়ে সিএমপির উত্তর জোনের উপকমিশনার ওয়ারিশ আহমেদ এবং দক্ষিণ জোনের উপকমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘ছিনতাই কিংবা ডাকাতির মামলা অন্য কোনো ধারায় নেওয়ার কিংবা মামলা গ্রহণে গড়িমসি করার সুযোগ নেই। এ ধরনের অভিযোগ কোনো থানা পুলিশের বিরুদ্ধে পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ জানা যায়, চট্টগ্রাম নগরীতে প্রতিনিয়ত ছিনতাই, দস্যুতা এবং লুটপাটের ঘটনা ঘটলেও বেশির ভাগ ঘটনায় থানায় মামলা হয় না। ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেকে থানায় যান না হয়রানির ভয়ে। আবার যারা যান তাদের অনেকের অভিযোগ, ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা নিতে অনীহা দেখান পুলিশ কর্মকর্তারা। ২০১৭ সালে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও চুরির ৪৩২টি মামলা রেকর্ড হয়। এর মধ্যে ডাকাতি দুটি, ছিনতাই ৭১টি, চুরি ২৬৭টি এবং সিঁধ চুরির ৯২টি ঘটনা রয়েছে। বাস্তবে এ সংখ্যা কয়েকগুণ বেশি হবে বলে দাবি করেছে বিভিন্ন সূত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর