বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
যুবকের চোখ উৎপাটন!

পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আটকের পর মো. শাহজালাল নামে এক যুবকের চোখ তুলে নেওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া পিবিআইর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভিকটিম শাহজালাল খালিশপুরের গোয়ালখালীতে ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনগণের মারপিটে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থায়ীভাবে চোখ দুটি নষ্ট হয়ে যায়।’ পিবিআইর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. বাবলুর রহমান খান এই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। গতকাল সন্ধ্যায় বাদী পক্ষের আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত বছরের ১৮ জুলাই রাতে খালিশপুরের নয়াবাটি থেকে ‘ছিনতাইকারী’ সন্দেহে আটক করা হয় শাহজালালকে। তিনি নয়াবাটি রেলবস্তির জাকির হোসেনের ছেলে। পরিবারের দাবি, শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছোট শিশুর জন্য দুধ কিনতে গেলে পুলিশ তাকে আটক করে। শাহজালালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে থানায় তাদের কাছে উেকাচ দাবি করা হয়। কিন্তু টাকা দিতে না পারায় তার দুই চোখ উপড়ে ফেলে পুলিশ। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শাহজালালের মা রেনু বেগম মামলা করেন। মামলার অভিযোগ তদন্তে পিবিআইকে নির্দেশ দেয় আদালত।

দুই দফায় সময় বাড়ানোর পর পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।

সর্বশেষ খবর