বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খাল খননের দাবিতে একাট্টা আট গ্রাম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আট গ্রামের বাসিন্দারা খাল খননের দাবিতে গতকাল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। পরে স্মারকলিপি দেন ইউএনও’র কাছে। মানববন্ধনে অংশ নেওয়া হযরত আলী ও আবুল হাসেম জানান, ছনকান্দা, মহেশ্বরদী, দক্ষিণপাড়া, দড়িকান্দি ফতেহপুর, নোয়াকান্দি, বৈদ্যেরকান্দিসহ ৮ গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদ থেকে ছনকান্দা পর্যন্ত খাল  খনন না হওয়ায় কোনো রবি শস্য করতে পারছেন না। সনমান্দী ইউনিয়নের ফজলুল হক মেম্বর ও যুবলীগ নামধারী নেতা শাহাদাত হোসেন খাল ভরাট করে দখল নেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে আছে। ফলে কোনো কৃষক গত ৩ বছর বছর ধরে কোনো ফসল উৎপাদন করতে পারছেন না। সনমান্দী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা সোহেল সরকার বলেন, সনমান্দী ইউনিয়নের ৮টি গ্রামের পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। এ ব্যাপারে ফজলুল হক মেম্বার ও শাহাদাত হোসেন বলেন, খাল দখলের বিষয়টি পুরোপুরি সত্য নয়। আমরা খালের আংশিক দখল করেছি। সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, কৃষকদের পানি নিষ্কাশনের বিষয়টি আমি ইতোমধ্যে প্রশাসনকে জানিয়েছি। আশা করি খালটি খনন করা হবে। ইউএনও শাহীনুর ইসলাম জানান, এ বিষয়ে কৃষকদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। খালটি খননে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর