বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

কারাগারে আসামির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে আবদুল হাকিম (৫০) নামে হত্যা মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে। কারাগার সূত্র জানায়, সাবেক ইউপি সদস্য শিবপাশা গ্রামের নুরুল আমিন হত্যা মামলায় সম্প্রতি হাকিমকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হঠাত্ হাকিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিত্সক রাজীব চৌধুরী বলেন, হাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে কিভাবে তার  মৃত্যু হয়েছে।

—হবিগঞ্জ প্রতিনিধি

 

দুর্নীতিবিরোধী শপথ

মাদারীপুরে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার সকালে পৌর শহরের আলহাজ আমিন উদ্দিন হাইস্কুলের শিক্ষার্থীদের এই শপথ পাঠ করানো হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শপথ পাঠ করান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। শিক্ষার্থী বলেন, ‘আমরা এই শপথের মাধ্যমে নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখবো এবং অন্যদেরও দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানাবো। ’

—মাদারীপুর প্রতিনিধি

 

সরাইলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। গতকাল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডাভোকেট জিয়াউল হক মৃধা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদ জামিল খান, সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভুইয়া প্রমুখ। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

 

 

নোয়াখালী সদর উপজেলার ভবানীগঞ্জ ডিবি সড়কের কুয়াখালী খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বাস্তবায়নে ৩৩ মিটার আরসিসি গার্ডার সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি। অংশ নেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমুখ। এক কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ   সেতু নির্মাণ করা হবে।

—নোয়াখালী প্রতিনিধি

 

বিএসএফের বুলেটে বাংলাদেশি আহত

 

 

শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বিকন আলী নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার ভোর এ ঘটনা ঘটে। বিকন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের মৃত আবুল হোসেন আবুর ছেলে। চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী বলেন, পারচৌকা সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিকন আলীসহ কয়েকজন ব্যবসায়ী গরু আনার জন্য জড়ো হন। এ সময় ভারতের মালদহ জেলার ৩২ বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে বিকন আলী আহত হন। সহযোগিরা তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

যুবকের যাবজ্জীবন

 

 

গাজীপুরের কালীগঞ্জে চুরি করতে গিয়ে প্রবাসীর স্ত্রী হত্যার মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া অন্য এক ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম আলমগীর হোসেন (৩১)। তিনি কালীগঞ্জ উপজেলার ছোট দেউলিয়া এলাকার সফুর উদ্দিনের ছেলে।

—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর