শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বেনাপোলে শিশুদের নিয়ে অন্যরকম অনুষ্ঠান

বেনাপোল প্রতিনিধি

অনগ্রসর ও পিছিয়ে পড়া খুদে শিক্ষার্থীদের নিয়ে অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী। মাদক ও চোরাচালান নয়, লেখাপড়া শিখে বিসিএস অফিসার অথবা হতে হবে একজন সফল ব্যবসায়ী— এমন স্বপ্ন দেখিয়ে ১০০ খুদে শিক্ষার্থীকে নিয়ে দিনভর রাজস্ব ও আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর সেমিনারের আয়োজন করা হয়। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এই সেমিনারে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার রাজস্ব কী, কীভাবে তা আদায় হয়ে দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত হয় তার ধারণা দেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা তুলে ধরে তাদের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার কথা। শিক্ষার্থীদের স্বপ্নের কথা  শোনেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি। তিনি কমিশনারের নেওয়া এ ধরনের ব্যতিক্রমধর্মী সেমিনারের পরিকল্পনাকে স্বাগত জানান। যশোর কাস্টমস ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকাত হোসেনের সভাপতিত্বে ব্যতিক্রমধর্মী প্রাণবন্ত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি, স্থানীয় মেয়র আশরাফুল আলম লিটন ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন। প্রশিক্ষণ শেষে কৃতী ২০ মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

সর্বশেষ খবর